ইসরায়েলের দাবি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর দুই উত্তরসূরি নিহত
- By Jamini Roy --
- 09 October, 2024
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ এবং তার দুই উত্তরসূরি নিহত হয়েছেন। তবে তিনি তাদের নাম উল্লেখ করেননি। বুধবার (৯ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, “আমরা হিজবুল্লাহর শক্তি দুর্বল করেছি। নাসরাল্লাহ এবং তার উত্তরসূরিসহ হাজার হাজার সন্ত্রাসীকে চিরতরে সরিয়ে দিয়েছি।”
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হাশেম সাফিউদ্দিনকে ইসরায়েলি বিমান হামলায় নির্মূল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ নিহত হওয়ার পর হাশেম সাফিউদ্দিনকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়ে ছয় সেক্টর কমান্ডারসহ ৫০ জন যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
নেতানিয়াহু আরও বলেন, “লেবাননবাসীকে হিজবুল্লাহ মুক্ত করে নিজেদের দেশকে বাঁচানোর সুযোগ নিতে হবে, না হলে গাজার মতো ধ্বংস ও দুর্ভোগের সম্মুখীন হতে হবে।”